আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২-এর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
নিহতের সংখ্যা নিশ্চিত করে মুখপাত্র হাসান উল হাসিব খান চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেন, উদ্ধার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং বেশিরভাগ ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন নারী এবং তিনজন শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সিনহুয়া বলছে, ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানের সময় ধ্বংসাবশেষ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতি এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, ধসে পড়া ভবনটি ৩০ বছরের পুরনো এবং পূর্বে এটিকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, জরাজীর্ণ ভবনটির ধ্বংসস্তূপ অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী দুটি ভবনও খালি করা হয়েছে।
ভবন ধসের ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ে। প্রাথমিকভাবে এতে সাতজন নিহত ও ১০ জন আহত হন বলে জানায় পুলিশ। পরে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৫-তে পৌঁছায়।