শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদরাসা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি : দাখিল পরীক্ষায় দেশব্যাপী ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এ পরীক্ষায় প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।

তিনি জানান, তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখায় এ বছর মোট ৭৭৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে, (এ) পেয়েছে ২৫৯ জন। পাশের হার ৯৮.৫৮ শতাংশ।
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাহিম আল বিরুনী জানান, জিপিএ ৫ পেয়েছি সম্পূর্ণ শিক্ষকদের অবদান। মাদরাসার শিক্ষকরা সবসময় আমাদের টেককেয়ার করে থাকেন। তাই পরীক্ষায় ভালো ফলাফল হয়।

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, ‘এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সদিচ্ছা ও সহায়তা। আমরা বিশ্বাস করি, এ সাফল্য ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’