রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩০০ কর্মকর্তা চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১ হাজার ৩০০ এর বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ছাঁটাইয়ের মধ্যে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা রয়েছেন।-সিএনএন এতথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক নোটিশ বলা হয়েছে, ১ হাজার ৩৫৩ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় ১ হাজার ৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে।

তবে পররাষ্ট্র দফতর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না।

পুনর্গঠনের আওতায় শতশত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ই-মেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে।

গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় কর্মকর্তাদের ছাঁটাই করা হয়েছে। তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে, তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন।