সোমবার, ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৭ হিজরি

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল : আজ এগিয়ে যাওয়ার ম্যাচ নারী দলের

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে (৯-১) গোলবন্যায় ভাসানোর পর নেপালের বিপক্ষে (৩-২) রোমাঞ্চকর জয় পায় নারী দল। টানা দুই জয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ভুটান। এটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়ার ম্যাচ। কেননা অপেক্ষাকৃত কম শক্তির দল ভুটান। এ দলটির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে নেপাল। তারা ৬-১ গোলে হারায় ভুটানকে। যদিও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ভুটানিজরা। তবে দুরন্ত বাংলাদেশের সামনে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে।

সাফের চলমান আসরে শিরোপা জয়ের কথা জোর দিয়ে বলছে না ভুটান। মূলত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে খেলছে তারা। তুলনামূলকভাবে খর্বশক্তির দল হলেও ভুটান ম্যাচটি গুরুত্ব দিয়ে খেলছে স্বাগতিকরা। বাংলাদেশ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, ‘যেহেতু আরো চারটা ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচে ভালো কিছু করে যাওয়ার লক্ষ্য আমাদের। আমরা পরের ম্যাচটি বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ নেপালের বিপক্ষে ম্যাচে যেভাবে খেলতে চেয়েছিলেন নারী দলের ফুটবলাররা, ঠিক সেই পরিকল্পনামাফিক খেলেছেন বলে জানান অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘নেপালের বিপক্ষে আমরা ম্যাচটি জিতেছি। আমরা যে চেয়েছিলাম, সেটাই হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচটি কোচের পরিকল্পনামাফিক খেলার চেষ্টা করব আমরা।’

আজ অপর ম্যাচে শ্রীলঙ্কা ও নেপাল পরস্পরের বিপক্ষে খেলবে। দুই ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। ভুটান ও নেপালের অর্জন ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ নেই। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। গত আসরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।