 
  
																
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা ডুবে নিখোঁজ রয়েছে ১১ জন। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকায় থাকা ১৮ জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
নৌকাটি মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ থেকে তুয়াপেজাতের দিকে যাচ্ছিল। পথে স্থানীয় সময় সোমবার বেলা ১১টায় নৌ্কাটি ডুবে যায়। নৌকার ১৮ জন যাত্রীর মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা।
মেন্তাওয়াইয়ে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুদি বলেন, ‘আমাদের লক্ষ্য হল দুর্ঘটনাস্থলের আশেপাশের পুরো এলাকা তল্লাশি করে নিখোঁজ সবাইকে খুঁজে বের করা।’
তবে তিনি নৌকাডুবির কোনো কারণ উল্লেখ করেননি। প্রায় ১৭,০০০ দ্বীপের দেশটিতে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। যার অন্যতম প্রধান কারণ নিরাপত্তার মানের দুর্বলতা অথবা বৈরি আবহাওয়া।
গত ৩ জুলাই জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ৬৫ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যায়। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।
এছাড়া মার্চ মাসে, বালিতে ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে অস্ট্রেলিয়ার এতক নাগরিক মারা যান এবং কমপক্ষে একজন আহত হন।
২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়।