বুধবার, ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫, উদ্ধার ২৮৪

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার ফেরিটি মানাডোর উদ্দেশে যাত্রাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরিতে থাকা ২৮৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

জার্মান গনমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘KM Barcelona 5’ নামের ফেরিটি তালাউড দ্বীপ থেকে ছেড়ে মানাডোর দিকে যাচ্ছিল। তালিসে উপকূলের কাছে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় আতঙ্কিত যাত্রীরা অনেকেই লাইফ জ্যাকেট পরে সাগরে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন।

ইন্দোনেশিয়ার মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (বাকামলা) জানায়, মৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন। এখনও দুই জনের পরিচয় শনাক্ত হয়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ফেরির পেছন দিক থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। ফেরির স্টার্ন দিক থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জেলেরা উদ্ধারকাজে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন। তারা অনেক যাত্রীকে কাছাকাছি দ্বীপে নিয়ে যান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এসব মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই বালির উপকূলে ফেরি ডুবে ১৯ জন নিহত হন। ২০১৮ সালে সুমাত্রার একটি হ্রদে ফেরি দুর্ঘটনায় প্রাণ হারান ১৫০ জনের বেশি।