মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির ২৫ নম্বর দফা এটি।

নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, শিক্ষার্থীরা কে কী হতে চায়, সে সিদ্ধান্ত যেন মন থেকে আসে—জোর করে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তই টিকে না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা ব্যবসায়ী হতে চায়—প্রত্যেকের স্বপ্ন ভিন্ন। কিন্তু অভিভাবকদের অনেক সময় দেখা যায় সন্তানদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চান, যা উচিত নয়। শিক্ষার্থীদের নিজের মতো করে নিজেকে গড়ে তোলার সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অন্যান্য মনীষীদের জীবনী পড়া উচিত। তাদের আদর্শ অনুসরণ করলে নিজেদের জীবনে আলোকিত হওয়া সম্ভব।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৪ জুলাই মোট দুটি স্কুল রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ও শাপলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ফলাফল ঘোষণা করা হবে ২৮ জুলাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোসা. ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মেহেরুন্নেসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ও শাপলা একাডেমির প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীমের ছেলে আরিজ আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হাজারীবাগ ও ধানমন্ডি থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বৃত্তি ফরম বিতরণ অনুষ্ঠান।