রবিবার, ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১ সফর, ১৪৪৭ হিজরি

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, জাতিসংঘের তদন্ত দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো মুজিবুল আলমের সই করা এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বিএসএফ অন্যায়ভাবে মিল্লাত হোসেন (২০) ও লিটন (৩২) নামের দুই যুবককে গুলি করে হত্যা করে এবং আফসার (৩০) নামে আরও একজনকে গুরুতর আহত করে। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক এবং আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে বিনা উসকানিতে হত্যাকাণ্ড ঘটছে প্রায়ই। অথচ ভারত সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি, বরং তা বেড়েই চলেছে।

মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ ৫৮৮ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, আহত করেছে আরও ৭৭৩ জনকে। এখনও পর্যন্ত কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি, অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির দাবি করেন, ‘ভারত তোষণকারী ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের রক্ত ঝরছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নতজানু অবস্থানই এসব হত্যাকাণ্ডের মূল কারণ।’

তিনি ভারত সরকারের প্রতি সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানান এবং বাংলাদেশি নাগরিক মিল্লাত ও লিটন হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা চাই, ভারত-বাংলাদেশ সীমান্তে যত বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সবকটির জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বিচার নিশ্চিত হোক।’

একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে শক্তিশালী ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হোক।