বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ৪৩ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
কমিটির আহ্বায়ক হয়েছেন মো. মনিরুল ইসলাম এবং সদস্য সচিব মুহাম্মদ হেলাল।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাঈম আহমেদ, সাগর বিশ্বাস, মো. আল আমিন ইজারাদার ও শেখ সাইফুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মুশফিকা ইফফাত তমা, কে-এম-সাকিব, হুসাইন শেখ ও হামিম হুসাইন।
এর আগে, কমিটি গঠনের প্রস্তাবনা দেন সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ। পরে তা অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
কমিটি গঠন পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনের নেতারা বলেন, আমরা এমন এক রাজনৈতিক ভাষা ও সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে জনগণ কেবল ভোটার নয়, সিদ্ধান্ত গ্রহণেও অংশীদার। তরুণদের স্বপ্ন ও জনগণের অভিজ্ঞতা মিলিয়ে আমরা চাই দুর্বৃত্তায়নমুক্ত একটি বিকল্প রাজনীতি।
এই আহ্বায়ক কমিটি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করবে বলে জানানো হয়েছে।