বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬ সফর, ১৪৪৭ হিজরি

ডাকসুর জিএস পদে লড়ছেন যারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হয়েছে বুধবার। ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছে বেশ কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন। এর মধ্যে রয়েছে—ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ একাধিক স্বতন্ত্র প্যানেল।

৮টি প্যানেলের জমজমাট লড়াই :

এবাবের ডাকসুতে লড়ছে—গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’, বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ এবং তিনটি বাম জোটের ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা।

এবারের ডাকসু নির্বাচনের প্যানেলগুলোতে এসেছে নতুনত্বের ছোঁয়া। শিবিরের ‘ইনক্লুসিভ প্যানেল’র বিপরীতে ছাত্রদল স্থান দিয়েছে তরুণ ও পরীক্ষিতদের। আসন্ন ডাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা-

ছাত্রদল :

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ :

ঘোষিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবিরের এ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এসএম ফরহাদ। তিনি সাধারণ সম্পাদক (জিএস) পদের জন্য লড়ছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদারকে মনোনয়ন দিয়েছে।

‘স্বতন্ত্র ঐক্যজোট’ :

সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়াকে স্বতন্ত্র ঐক্যজোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’:

সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুকে বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদের’ নাম ঘোষণা করেছেন।

ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ :

‘ডাকসু ফর চেঞ্জ’ নাম ও ‘ভোট ফর চেঞ্জ’ স্লোগান সামনে রেখে পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এই প্যানেলে জিএস পদে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়েছে দলটি।

ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ :

ডাকসু নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। সাধারণ সম্পাদক বা জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সহ সম্পাদক খায়রুল আহসান মারজানের নাম ঘোষণা করেছে দলটি।

স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন।

‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ :

‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ নামের এই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে এনামুল হাসান অনয়ের নাম ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে বুধবার বিকালে এক ব্রিফিংয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।