শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে নুরের ওপর হামলার ঘটনায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান।

তিনি জানান, নুরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকে তিনি মর্মান্তিক ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শ্যারুল কবির খান আরও বলেন, বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।