মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১২ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে অবস্থান করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন।

এরা দুইজন হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।

জানা গেছে, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫৮ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরবেন।