শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের বোমা হামলায় একদিনে আরো ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৩ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার গাজা সিটি ও আশপাশের এলাকায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হন।

দখলদার বাহিনীর হামলায় আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা একটি পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে বলেন, ‘আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে। তার স্ত্রী-সন্তানসহ সবাই মারা গেছে। কেউ বেঁচে নেই। ‘

গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি।

উত্তর গাজা সিটিতে একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়। একে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে হামাস। তারা বলছে, ফিলিস্তিনিদের জীবন ধ্বংসে এটি এক নিয়মতান্ত্রিক অভিযানের অংশ।

গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরোধের কারণে খাদ্য ও সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরো ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। অবরোধ চলাকালে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে ৩৬৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, এর মধ্যে ১৩১ শিশু।