শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৫ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

কর্মসূচির মধ্যে রয়েছে—১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে—আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন—এসব দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এটি এখনো চুড়ান্ত হয়নি। তবে জুলাই সনদের আইনিভিত্তিসহ বিভিন্ন দাবিতে ফ্যাসিবাদবিরোধী অধিকাংশ দলই একমত। সবাই যার যার অবস্থান থেকে মাঠে নামবে বলে আশা করছি।

এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন—এসব দাবির বিষয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া না হওয়ার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না। তাছাড়া উচ্চ কক্ষের বিষয়টি ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে কিন্তু বিএনপি এতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটা রাষ্ট্রস্বার্থ বিরোধী অবস্থান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।