শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা আগামী নির্বাচনে ভোটার হতে পারবেন।’

এদিকে, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সচিব।