বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুমুদ ফ্লোটিলা বহরে ইসরাইলি হামলা, যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরের ওপর বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
বিজ্ঞাপন

পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন— গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে।

একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরাইল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল।

ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার জন্য মালয়েশিয়া আইনানুগ উপায় ব্যবহার করবে। আমাদের জনগণের নিরাপত্তা এবং মর্যাদা সব থেকে গুরুত্বপূর্ণ।

পোস্টের শেষে তিনি লেখেন—যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছপা হব না।

এদিকে ইসরাইলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো । গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরাইলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরাইলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।