শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ হারানো ভোটাধিকার ফিরে পাবে : জসিম উদ্দিন ভাট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী বাজারে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-৬ আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে। গাজীপুরসহ সারাদেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”

সভায় প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কমিটির (গণিত ও পরিসংখ্যান বিভাগ) সাবেক গবেষক সদস্য কাজী খাইরুল বাশার হ্যাপি। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, বিএনপি আবু সাঈদ, কামাল হোসেন, সালাউদ্দিন ফরাজী, খান শফিকুল ইসলাম রানা, শাহ আলম হাবিব, হারুন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দলীয় কর্মসূচি নয়, বরং জাতীয় পুনর্গঠনের একটি রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের প্রশাসন থেকে শুরু করে অর্থনীতি ও শিক্ষা—সবখানেই ইতিবাচক পরিবর্তন আসবে।

আলোচনা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে পুরো টঙ্গী বাজারে দোকান মালিক ও ক্রেতা-পথচারিদের হাতে ৩১দফা সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।