বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সীমান্তে নিয়মিত টহল চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
আহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক আক্তার হোসেন। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্মরত ছিলেন। বিস্ফোরণের ফলে তাঁর এক পায়ের গোড়ালি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পায়েও গুরুতর জখম হয়। তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে আরাকান আর্মির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এর আগেও বাংলাদেশি নাগরিক ও প্রাণীর হতাহতের ঘটনা ঘটেছে। চলতি বছরের ৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। একইভাবে ২২ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়।
এছাড়া, ১১ আগস্ট নাইক্ষ্যংছড়ি এলাকাতেই স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায়।
সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বিস্ফোরণজনিত দুর্ঘটনা স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য ক্রমাগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে বলে জানা গেছে।