মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে রাজধানীর বংশালে ৩ জন নিহত

মুক্তবাণী ডেস্ক: রাজধানীর বংশালে ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় এ দুর্ঘটনা ঘটে।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশীষ কুমার জানান, ভূমিকম্পের সময় কসাই টুলির কে পি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতরা রাস্তা দিয়ে যাওয়ার সময় রেলিং ভেঙে তাঁদের ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।