শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর আমতলী মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

‎সাবেক ছাত্রদল নেতা সায়মন খানের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী, গাসিক ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলী প্রমুখ।

‎অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।