মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিয়ায় অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পালমিরাতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে।-সূত্র: আল-আরাবিয়া।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এরআগে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা।

এই সেনাদের ওপর আইএসআইএসের মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়।

মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএসের সন্ত্রাসী ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালিয়েছে।

হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, “যে বর্বর এই হামলা চালিয়েছেন তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন।”
পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণ নেই।