শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

বিকাশে পাওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয় মেটাতে সাহায্য চেয়ে বিকাশে অর্থ সংগ্রহ করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তার সেই অর্থ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে নানা বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি এই অর্থ ফেরত দেবেন কি না, আর দিলে কীভাবে দেবেন।

তাসনিম জারা নিজ ফেসবুক আইডিতে লিখেছেন, “কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা।”

তিনি আরও জানান, যারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন তারা ফেরত পেতে নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে পারবেন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA। তিনি লিখেছেন, “আপনাদের ট্রাঞ্জেকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে।”

এছাড়া যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তাদের জন্য ফেরতের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।