মুক্তবাণী অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তাঁর প্রিয় পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন। জেবুকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল তাঁকে যেমন বিস্মিত করেছে, তেমনি প্রাণীটির প্রতি পরিবারের গভীর মমতা ও ভালোবাসার গল্পও তিনি প্রকাশ করেছেন।
জাইমা রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, জেবু এখন তাঁদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তিনি লিখেছেন, “জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে, আমার আব্বু-আম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার!”
তিনি জানান, তাঁর মা যখন বাগানে হাঁটতেন, জেবু চারপাশে ঘুরে বেড়াত। আবার সন্ধ্যায় তারেক রহমানের অনলাইন মিটিং শেষ না হওয়া পর্যন্ত সে তাঁর কোলে গুটিশুটি মেরে বসে থাকত। দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফেরার যাত্রায় জেবুকেও সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। জাইমা লিখেছেন, “যাঁরা প্রাণী পোষেন, তাঁরা জানেন পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের।”
বিড়ালটির বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে জাইমা জানান, জেবু কখনো সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ করে না। এমনকি আলমারিতে আটকে গেলেও সে শব্দ করে না। বরং খুশি হলে পাখির মতো নরম স্বরে ডাকে। তবে অনুমতি ছাড়া কোলে নিলে বিরক্তি প্রকাশ করে এবং অপছন্দের বিড়াল দেখলে জোরে চিৎকার করে।
প্রাণীর প্রতি দায়িত্ববোধ মানুষের মনে ধৈর্য ও মমতা তৈরি করে—এ বিশ্বাস প্রকাশ করে জাইমা রহমান বলেন, “যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে। জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য ও বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে।”
জাইমা রহমানের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তারেক রহমানের পরিবারের পশুপ্রেমের প্রশংসা করছেন।