শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়ার পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর দাফনের প্রস্তুতি শুরু হয়েছে।

বিএনপি সূত্র জানিয়েছে, আগামী বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।