শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

১৯ লাখ টাকার মালিক স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার সম্পদের পরিমাণ ১৯ লাখ টাকার বেশি। তিনি বছরে চাকরি থেকে আয় করেন প্রায় ৭ লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন তিনি।

হলফনামায় বলা হয়েছে, তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং সম্পদ রয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার। তিনি আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা। তার নামে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই। বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমিও নেই। অলংকার রয়েছে আড়াই লাখ টাকার। ব্যাংকে জমা আছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। এছাড়া তার কাছে আছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।

তার স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার চাকরি থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। ব্যাংকে আমানত রয়েছে ২৬৪ টাকা। দেশের বাইরে তার আয় ৩ হাজার ২০০ পাউন্ড। অন্যদিকে তার স্বামীর বিদেশে আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।

পেশায় চিকিৎসক তাসনিম জারা এবং তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। এনসিপির সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান এবং বাবার নাম ফখরুল হাসান।