নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তার ভাষায়, “আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি।”
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তিনি নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছেন। নির্বাচন কমিশন যাচাইয়ের জন্য ১০ জনের তথ্য পরীক্ষা করে আটজনের তথ্য সঠিক পেয়েছে। তবে দুইজনকে খুঁজে পাওয়া গেলেও তারা ঢাকা-৯ আসনের ভোটার নন।
তাসনিম জারা জানান, ওই দুইজন ভোটার ভেবেছিলেন তারা ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত। একজনের বাসা খিলগাঁও এলাকায় হলেও তিনি আসলে অন্য আসনের ভোটার। তার মতে, ভোটারদের জানার কোনো উপায় নেই তারা কোন আসনের অন্তর্ভুক্ত। ফলে ভুল বোঝাবুঝির কারণে তাদের স্বাক্ষর গ্রহণযোগ্য হয়নি।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। এরপর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ নেন।