শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ও বিএনপির কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মনোনয়নপত্র বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

গত ২৯ ডিসেম্বর ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।

রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান ইতোমধ্যেই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ৪ জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।