শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষার দায়িত্ব ভোটারের, শেয়ার করা দণ্ডনীয় অপরাধ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গতকাল শুক্রবার পর্যন্ত মোট ১৪ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৫ লাখ ৫২ হাজার ৪৭৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

দিকে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ এবং ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার এ বিষয়ে ইসির এক বার্তায়  বলা হয়েছে, ‘পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেকোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন। নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হতে পারে।’

আজ শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসস’কে এ তথ্য জানান।