শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

গণসংহতি আন্দোলনের ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন-জিএসএর ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য দল থেকে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। তারা দলীয় প্রতীক ‘মাথাল’ মার্কায় ভোটের জন্য লড়বেন। বাকি দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় কারণ অনুসন্ধান সাপেক্ষে আপিল করা হবে।

বৈধ ঘোষিত প্রার্থীদের নাম:  মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬),  তাসলিমা আখতার (ঢাকা-১২),  তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫),  মোঃ বাচ্চু ভূঁইয়া (ঢাকা-৩), জাহিদুল আলম আল-জাহিদ (চট্টগ্রাম-৪), নাছির উদ্দীন তালুকদার (চট্টগ্রাম-৬), অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩), দীপক কুমার রায় (লালমনিরহাট-৩), এ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান (ঢাকা-১৮), নাহিদা জাহান (ব্রাহ্মণবাড়িয়া-৫), তাহামিদা ইসলাম তানিয়া (নাটোর-২),  মোস্তাফিজুর রহমান রাজীব (ময়মনসিংহ-৪),  মো. নজরুল ইসলাম সরকার (ময়মনসিংহ-৫), ফিদেল নঈম (জামালপুর-৩),  সৈয়দ মো. হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-৯) এবং একেএম শামসুল আলম (ময়মনসিংহ-১০)।

এছাড়া  ফাতেমা রহমান বীথি (টাঙ্গাইল-৫) ও  সেন্টু আলী (নাটোর-১) এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
হয়েছে।