শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

খুলনা প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর পুত্র। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন মিজানুর গাজী। রোববার রাতে নড়াইল-লোহাগড়া সড়ক পার হওয়ার সময় হাওয়াইখালী সেতুর কাছে ভাটিয়াপাড়াগামী একটি বাস তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি শেখ সেকেন্দার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।