টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনী এবং নাগরিক সুযোগ-সুবিধা বা অধিকার পাওয়ার কথা ছিল তিনি তা পাননি। তার সাথে কোন ন্যায় বিচার করা হয়নি। আমরা পরে জানতে পেরেছি পুরো বিষয়টা ছিল বানোয়াট।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় জুলাই যোদ্ধা কারামুক্ত তাহরিমা জান্নাত সুরভীর পরিবারের সাথে সাক্ষাৎ করতে গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্ব পাড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাহরিমা জান্নাত সুরভীকে একটি মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। ১১দিন তাকে জেল খাটতে হয়েছে। মঙ্গলবার তার রিমান্ড চাওয়া হয়েছিল। দুইদিনে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরবর্তীতে সোস্যাল মিডিয়াসহ আমাদের গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির যুবশক্তি ও ছাত্রশক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা সরব প্রতিবাদ করেছেন। সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে তার রিমান্ড নামঞ্জুুর করে তাকে জামিন দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের কিছু কিছু মিডিয়া ৫ আগষ্টের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিশেষ করে পরিচিত জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভীর ঘটনাটাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এঘটনাকেও আমরা তারই ধারাবাহিকতা হিসেবেই দেখি। এর আগে আমরা হবিগঞ্জেও দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানে একজন নেতাকে গ্রপ্তার করা হয়েছিল।
তিন বলেন, কালেরকণ্ঠ, কালবেলাসহ বিভিন্ন মিডিয়া থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে কোনকিছু পেলেই সত্য মিথ্যা যাচাই না করেই ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে একটি পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের সারাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্যই এধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু জানে ৫ আগস্টের পরে কারা চাঁদাবাজি, দুর্নীতি ও জমিদখল করেছে। সেই ঘটনাকে ও প্রকৃত চাঁদাবাজদের আড়াল করার জন্য জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নামে মিথ্যা দোষারুপ করা হচ্ছে ।
তিনি বলেন, আমরা দেখছি বড় দুটি মিডিয়ার হাউজের সম্পাদকেরা একটি বড় দলের পক্ষে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। একটি দল বিজয়ী হবে সেধরণের প্রচারণা করছে। একটি মিথ্যা জরিপ ছেড়ে একধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, নির্বাচনে যে কারচুপি হবে এবং নির্বাচনে যে ভোট ডাকাতি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে ঘোষণা করতে পারে একটা পরিস্থিতি ও পরিবেশ তৈরী করা হচ্ছে বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে । আরা স্পষ্টভাষায় বলতে চাই এধরনের পরিকল্পনা যারা করছে তারা সফল হবে না।
মিডিয়ার প্রতি আমাদের অনুরোধ আপনারা নিরপেক্ষ অবস্থান নিন, সত্য প্রচার করুন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান,সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার,গাজীপুর-২ আসনের ১২ দলীয় জোটের সমর্থিত এমপি প্রার্থী আলী নাছের খান, গাজীপুর মহানগর এনসিপির আহ্বায়ক হোসেন আল মামুন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, জুলাই গণ অভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান শুভসহ গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : ২৫ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।