শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন নির্বাচনে পাতানো ভোটের আশঙ্কা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশে নতুন করে সংকট তৈরি হবে। গত কয়েক সপ্তাহ ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাতে পাতানো নির্বাচনের আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। ৫৫ বছর ধরে সংকটের অন্যতম কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের অভাব।”

তাহের জানান, ইইউ প্রতিনিধি দল জানিয়েছে তারা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবেন। তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা করার দরকার, জামায়াত তা করবে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সকল স্টেকহোল্ডারকে নিয়ে স্থায়ী সমাধান করা হবে।

জাতীয় সরকার প্রসঙ্গে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি-না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েই গুরুত্ব দিচ্ছি।”

প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ নিয়ে তিনি বলেন, “সচেতন নাগরিক হিসেবে আপনারাও এগুলো দেখছেন।” নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেই পর্যায়ে যেতে হবে না বলেই মনে করছি।”