নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই পদে আসীন করার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের গঠনতন্ত্রের স্পষ্ট বিধান অনুসারেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে এখন পূর্ণাঙ্গভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তারেক রহমানের নির্ধারিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি। সফরের নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নীতিনির্ধারক নেতারা। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ এবং দলের সাংগঠনিক করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। রাষ্ট্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ মোড়ে দলকে কোন পথে এগোতে হবে—সেসব সিদ্ধান্ত এই ফোরামেই চূড়ান্ত হয়। সর্বশেষ এই বৈঠকে তারেক রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।