শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

তিন দফা দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

খুবি প্রতিবেদক : খুলনা বিশ্ববিদ্যালয়ের কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল বের করেন। পরে তারা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করা।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেকের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে। স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে তারা ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

খুবি শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, যা শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক। তারা দাবি করেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, সময়সীমা বাড়াতে হবে এবং ডিসিপ্লিন প্রতিনিধি ব্যবস্থা বাতিল করতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশকি দেন তারা।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি। একই বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান জানান, টেকনিক্যাল কারণে কোনো সমস্যা হতে পারে, তবে প্রশাসন কোনো ফি বাড়ায়নি।