ফিচার ডেস্ক : ঘরের কোনো ড্রয়ারে বা আলমারিতে পড়ে থাকা পুরোনো স্মার্টফোন কি আছে? যেগুলো আর ব্যবহার করেন না, কিন্তু ফেলে দিতেও মন চায় না? সেই পুরোনো মোবাইল এবার কাজে লাগতে পারে আপনার ঘরের নিরাপত্তায়।
অনেকে মনে করেন, ঘরে নিরাপত্তা ক্যামেরা বসাতে হলে বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। কিন্তু আপনার পুরোনো অ্যান্ড্রয়েড বা আইফোন দিয়েই বিনা খরচে একটি সিসি ক্যামেরা তৈরি করা সম্ভব। শুধু একটি অ্যাপ ইনস্টল করলেই হবে।
এভাবে আপনি সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন, ঘরের দরজা, বারান্দা, পোষা প্রাণী কিংবা গুরুত্বপূর্ণ জায়গার ওপর নজর রাখতে পারবেন—তাও নতুন কোনো যন্ত্র না কিনেই।
ধাপ ১: একটি সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন পুরোনো ফোনকে ক্যামেরা বানাতে প্রথমেই প্রয়োজন একটি উপযুক্ত অ্যাপ। এ ধরনের অ্যাপ সাধারণত যেসব সুবিধা দেয়—
সবচেয়ে জনপ্রিয় ও সহজ অ্যাপ হলো আলফ্রেড। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই কাজ করে। বিনা মূল্যে ব্যবহার করা যায়, আর অতিরিক্ত সুবিধার জন্য প্রিমিয়াম সংস্করণও রয়েছে। তবে সাধারণ ব্যবহারের জন্য ফ্রি ভার্সনই যথেষ্ট।
সেটআপের ধাপগুলো— ১. নতুন ও পুরোনো দুটো ফোনেই আলফ্রেড অ্যাপ ডাউনলোড করুন। ২. নতুন ফোনে অ্যাপ খুলে ‘দর্শক’ মোড নির্বাচন করুন। ৩. গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। ৪. পুরোনো ফোনে অ্যাপ খুলে ‘ক্যামেরা’ মোড নির্বাচন করুন। ৫. দুই ফোনেই একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করুন।
এতেই মূল সেটআপ সম্পন্ন।
ধাপ ২: ক্যামেরার জন্য উপযুক্ত জায়গা বেছে নিন ক্যামেরা কার্যকর করতে হলে সঠিক জায়গা নির্বাচন জরুরি।
ধাপ ৩: ফোনটি স্থাপন ও চার্জের ব্যবস্থা করুন ফোন স্থির রাখতে ছোট ট্রাইপড, গাড়ির সাকশন মাউন্ট বা স্ট্যান্ড ব্যবহার করা যেতে পারে। চাইলে কম দামে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও লাগানো যায়। যেহেতু ফোনটি সারাক্ষণ চালু থাকবে, তাই কাছেই বিদ্যুৎ-সংযোগ রাখা জরুরি।
ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। তাই পুরোনো ফোন থেকে সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে হবে।
এভাবেই অচল হয়ে পড়া পুরোনো স্মার্টফোনকে নতুন করে কাজে লাগিয়ে ঘরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।