শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

এ বছরের সেরা হানিমুন গন্তব্যের নতুন তালিকা

ফিচার ডেস্ক : বিয়ে সম্পন্ন হওয়ার পর হানিমুন গন্তব্য ঠিক করাও কম গুরুত্বপূর্ণ নয়। অনেক দম্পতির থাকে পছন্দের জায়গা, আবার বাজেট ও সময়ের সঙ্গে মিলিয়ে নিতে হয় সিদ্ধান্ত। বিষয়টি সহজ মনে হলেও বাস্তবে তা বেশ জটিল। এ ভাবনাকে সামনে রেখে জনপ্রিয় ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের সেরা হানিমুন গন্তব্যের তালিকা। বিশেষত্ব হলো, ভ্রমণকারীদের রিভিউ ও অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা।

গত এক বছরে পাওয়া বিপুলসংখ্যক রিভিউ বিশ্লেষণ করে তৈরি হয়েছে ‘২০২৬ ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট ডেস্টিনেশনস’। সৈকত, পাহাড়, জঙ্গল কিংবা রোমান্টিক শহর—সব মিলিয়ে নবদম্পতিদের পছন্দের সেরা গন্তব্যগুলো হালনাগাদ করা হয়েছে।

শীর্ষ পাঁচ গন্তব্য

বালি, ইন্দোনেশিয়া : তালিকার শীর্ষে রয়েছে বালি। জঙ্গল আর সমুদ্রের মিলনে তৈরি এই দ্বীপ নবদম্পতিদের জন্য স্বপ্নের রোমান্টিক ঠিকানা। বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত সুইমিংপুল, কাপল স্পা, ফুলে ভরা বাথটাব এবং জনপ্রিয় ফ্লোটিং ব্রেকফাস্ট—সব মিলিয়ে বালি হয়ে উঠেছে অনন্য। রোমাঞ্চপ্রেমীদের জন্য রয়েছে আগ্নেয়গিরির শীর্ষে ট্রেকিং, জলপ্রপাত বেয়ে নামা এবং সমুদ্র ঢেউয়ের সঙ্গে সার্ফিং।

মরিশাস : ভারত মহাসাগরে বিস্তৃত দ্বীপরাষ্ট্র মরিশাস প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাওয়া নবদম্পতিদের জন্য আদর্শ। শান্ত সৈকত, সবুজ বনাঞ্চল ও নীল জলরাশি মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। ক্যাটামারান নৌ ভ্রমণ, পাহাড়ি ভূমি এবং বোটানিক্যাল গার্ডেনের ৬৫০-এর বেশি ট্রপিক্যাল উদ্ভিদ মরিশাসকে করেছে বিশেষ আকর্ষণীয়।

মালদ্বীপ : হানিমুন মানেই মালদ্বীপ—এই ধারণা আজও অটুট। ওভারওয়াটার ভিলা, সৈকতে মোমবাতির আলোয় ডিনার, সমুদ্রের নীল জলে রঙিন মাছের সঙ্গে সাঁতার, সূর্যোদয়ের ভাসমান ব্রেকফাস্ট এবং তারাভরা রাতের আকাশ—সব মিলিয়ে মালদ্বীপ নবদম্পতিদের জন্য একান্ত অভিজ্ঞতার জায়গা।

সেন্ট লুসিয়া : ক্যারিবীয় অঞ্চলের দেশ সেন্ট লুসিয়া পাহাড় ও সমুদ্রের অসাধারণ দৃশ্যের জন্য পরিচিত। আগ্নেয় মাটির উষ্ণ ঝরনায় গোসল, জলপ্রপাতের নিচে সাঁতার, কাপল স্পা ও ম্যাসাজ—সবই এখানে নতুন অভিজ্ঞতা দেয়। পিটনস পাহাড়ের দৃশ্য আর সমুদ্রের নীল জলরাশি প্রতিটি মুহূর্তকে করে তোলে স্মরণীয়।

গল, শ্রীলঙ্কা : ইতিহাস ও প্রকৃতি একসঙ্গে চাইলে গল হতে পারে আদর্শ গন্তব্য। ১৬ শতকের গল ফোর্টের প্রাচীন প্রাচীর ও পাথরের রাস্তা সময়কে থমকে দেয়। ফোর্টের কাছাকাছি সুন্দর সৈকতে নবদম্পতিরা উপভোগ করতে পারেন নিরিবিলি মুহূর্ত। ইতিহাসের রহস্য ও প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে গল হয়ে উঠেছে ভিন্নধর্মী অভিজ্ঞতার জায়গা।

তালিকার বাকি গন্তব্য

শীর্ষ পাঁচের বাইরে রয়েছে হুয়ে (ভিয়েতনাম), নাপা ভ্যালি (ক্যালিফোর্নিয়া), পজিতানো (ইতালি), ওয়াটামু (কেনিয়া) এবং অ্যান্টিগুয়া। নাপা ভ্যালি ওয়াইনপ্রেমীদের কাছে জনপ্রিয়, ইতালির পজিতানো পাহাড়ঘেরা সমুদ্রতীর ও রোমান্টিক ডিনারের জন্য বিখ্যাত। ওয়াটামুতে রয়েছে স্বচ্ছ নীল পানি এবং হৃদয় আকৃতির লাভ আইল্যান্ড, যা অনেকের চোখে রোমান্টিক গন্তব্য।