স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি আর মাত্র এক সপ্তাহ। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বেশিরভাগ দলই। এবার আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত।
অভিজ্ঞ ব্যাটসম্যান মুহাম্মাদ ওয়াসিমের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আরব আমিরাত। ২০২২ সালে তাদের সবশেষ খেলা টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে এবারের দলে আছেন কেবল তিন জন- ওয়াসিম, আলিশান শারাফু ও জুনাইদ সিদ্দিকি।
টি-২০ ফরম্যাটে আরব আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি রানের রেকর্ড ওয়াসিমের। জুনাইদ তাদের সর্বোচ্চ উইকেট শিকারি।
আগামী ১০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আরব আমিরাত। ২০ দলের আসরে ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও কানাডা।
সংযুক্ত আরব আমিরাত দল: মুহাম্মাদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, ধ্রুভ পারাশার, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মায়াঙ্ক কুমার, মুহাম্মাদ আরফান, মুহাম্মাদ ফারুক, মুহাম্মাদ জাওয়াদউল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রোহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।