শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

ইন্দোনেশিয়ায় যুগলকে রেকর্ড ১৪০টি বেত্রাঘাত, তরুণী অজ্ঞান

আন্তর্জাতিক ডেস্ক : মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌনতার অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করেছে ইন্দোনেশিয়ার নীতিপুলিশ। একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পরে একসময় ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়েন, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই নারীর বয়স মাত্র ২১ বছর। শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটেছে এই ঘটনা। স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা গেছে, এর আগে কখনও একবারে কারো ওপর এত বেত্রাঘাতের নজির নেই।

জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রদেশের সংখ্যা মোট ৩৮টি। এগুলোর মধ্যে একমাত্র আচেহ প্রদেশে সাধারণ আইনের পাশাপাশি কট্টর শরিয়া আইন ও শরিয়াপন্থি বিচারব্যবস্থা প্রচলিত। সেই শরিয়া আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের জন্য শাস্তি হিসেবে ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

যেহেতু ওই যুগলের বিরুদ্ধে এ দু’টি অপরাধের অভিযোগ উঠেছে, তাই দুই অপরাধের শাস্তিই প্রদান করা হয়েছে তাদের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনকে বেত্রাঘাত করা হয়। শরিয়া আদালতের রায় কার্যকর করতে মঞ্চে জনসম্মুখে প্রকাশ্যে ওই তরুণীকে বেত্রাঘাত করছিলেন ৩ জন নারী পুলিশ সদস্য। একের পর এক বেতের আঘাতে প্রথমে ওই তরুণী কাঁদছিলেন— পড়ে একসময় মঞ্চে লুটিয়ে পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন আছেন।

আচেহ প্রদেশে এর আগেও বেত্রাঘাত জনিত কারণে গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে।