শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে শিশু হত্যার ঘটনায় থানায় মামলা


‎লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দিয়ে শিশু হত্যার ঘটনার চারদিন পর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পিতা বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।

‎গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের চরমনসা সুতার গোপ্টা এলাকায় ঘরের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। ওই সময় বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলো। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বেলালের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা আয়েশা আক্তার। এছাড়াও অগ্নিদগ্ধ হন বেলাল নিজে ও তার দুই কন্যা। তাদের মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশংকাজনক হওয়ায় বেলালের দুই কন্যা স্মৃতি ও বিথীকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে । তাদের দুইজনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

এঘটনার দুইদিন পর অর্থাৎ ২১ ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল ও তার পরিবারকে সান্তনা দিতে বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা নিয়ে লক্ষ্মীপুরে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা শোকাহত ও ক্ষতিগ্রস্ত বেলালের পরিবারকে সান্তনা দেন এবং চিকিৎসা ও পূনর্বাসনের জন্য তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

‎এদিকে ঘটনার চারদিন পার হয়ে গেলেও এখনো দোষীরা সনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন মহল। তারা এ ঘটনায় দ্রুত জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের দাবী জানান।

‎লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা মামলা করেছেন। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এঘটনার প্রকৃত আসামীদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।