শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া : ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাবে না। তাঁর অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।’

তিনি জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পরও বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। এ কারণে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে চিকিৎসা দিচ্ছে। তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও এতে যুক্ত রয়েছেন।

ডা. জাহিদ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানসহ গতকাল দ্বিতীয়বারের মতো হাসপাতালে মাকে দেখতে আসেন। তিনি দীর্ঘ সময় তাঁর মায়ের শয্যাপাশে অবস্থান করেন এবং দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন। ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার দিনে প্রথমবার মা-কে দেখতে হাসপাতালে যান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইসিইউতে থাকা তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে এত দিন যারা খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং যেসকল ডাক্তার, নার্স ও প্যারামেডিক্স তার মায়ের চিকিৎসায় নিয়োজিত তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাসপাতালে অহেতুক ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন যাতে অন্য রোগীদের চিকিৎসায় ব্যাঘাত না ঘটে।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপার্সন বর্তমানে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান বেগম খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক।

উল্লেখ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমানে ভ্রমণের উপযোগী না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে দেশেই তাঁর চিকিৎসা চলছে।