শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থানেই সর্বাধিক গুরুত্ব : ফখরুল

মুক্তবাণী অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর তিনি বলেন, “যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা—এই বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বারোপ করব। আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যারও সমাধান করার চেষ্টা করব।”

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার সুযোগ পেয়েছি।”

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতীক্ষা ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, আপনারা পূর্বের মতোই আমাকে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, তিনি যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা জনগণের জন্য কাজ করতে পারি। আবারও জনগণের কাছে আমরা দোয়া চাই।”