নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের ঝাউচরে মো. শিপন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঝাউচর সিয়াম স্কুল গলিতে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিপনকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন চন্দ্র আরও জানান, নিহত শিপন হাজারীবাগের বড় মসজিদ গলির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শাহ আলম।
পুলিশ জানায়, শিপনের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের কোপের জখম ছিল। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।