কূটনৈতিক প্রতিবেদক : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা তার হাতে তুলে দেন।