শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিলও ৭ জন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি-তে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়া ও জামায়াত ইসলামীর প্রার্থী এয়াকুব আলীসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অপসারিত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাসহ আরও ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত নিজ কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

বৈধ ঘোষিত অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যৈপ্রু মারমা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ঋণখেলাপী হওয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত নথি না থাকা এবং স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তথ্যের গড়মিল থাকার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ তালিকায় রয়েছেন জিরুনা ত্রিপুরা, সমীরণ দেওয়ান, সোনা রতন ত্রিপুরা, লাব্রিচাই মারমা ও সন্তোষিত চাকমা।

এ ছাড়া মুসলিম লীগ প্রার্থী মো. মোস্তফার দলীয় মনোনয়নপত্রে সভাপতির স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।