আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি’কে শুক্রবার রাতে ফোন করে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকেই দুই নেতার বৈঠক হতে পারে বলে জানান কর্মকর্তারা।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিলে চীন সফর করবেন। গত বছরের নভেম্বরে তাকাইচি’র এক মন্তব্যের জেরে বর্তমানে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ওই সময় তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে কোনো হামলা হলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে।
চীন গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
তাকাইচির ওই মন্তব্যের পর চীন তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানায়। দেশটি তার নাগরিকদের জাপান ভ্রমণে নিরুৎসাহিত করার পাশাপাশি জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানিও স্থগিত করেছে।
টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্প ও তাকাইচি প্রায় ২৫ মিনিট কথা বলেছেন। এ সময় তারা অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে একমত হন।
বিবৃতিতে বলা হয়, ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালে দুই নেতা আগামী বসন্তেই এই সফর বাস্তবায়নের ব্যাপারে একমত হন।
টেলিফোনে দুই নেতার মধ্যে চীন প্রসঙ্গে সরাসরি কথা হয়েছে কি না তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। তবে, তারা মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে নিজেদের মতামত বিনিময় করেছেন এবং জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।