শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দর্শক গ্রহণ না করলে কাজ অর্থহীন : তুষি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় মুখ নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর। বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত হওয়া এ ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি ‘হাওয়া’র চেয়েও চ্যালেঞ্জিং কাজ। অনেকের প্রত্যাশা, সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাওয়াখ্যাত এ অভিনেত্রী।

নতুন বছরেও তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন তিনি। ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ধরনের তুলনা করার কারণে প্রায়ই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক অভিনয়শিল্পীকে।

তুষি বলেন, আর্থিক চাপ এলেও তিনি তার নীতিতে অটল থাকেন। “চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটি মেনেই চলতে হয়।”

তিনি আরও বলেন, “আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি— শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে।”

আগামী কাজের পরিকল্পনা প্রসঙ্গে তুষি জানান, গত বছর সম্পন্ন হওয়া কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। বর্তমানে সেগুলোর দিকেই বেশি মনোযোগ তার। এ ছাড়া ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি।

তিনি বলেন, ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি আরও একটি নতুন কাজের প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্যেই কাটাতে চান বলে জানান এ অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার প্রসঙ্গে তুষি বলেন, “আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটির প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী।”