শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেডে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।

আন্দোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি জানান, সকাল ৯টার পর থেকে মোবাইল ব্যবসায়ীরা সেখানে জড়ো হতে থাকেন। দুপুরে ভিড় আরও বাড়ে। দুপুর ১২টার পর পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাড়ে ১২টার দিকে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

এর আগে সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রায় অর্ধশত ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কারওয়ান বাজার এলাকায় এ আন্দোলন ঘিরে উত্তেজনা বিরাজ করছে।