আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” তিনি আরও অভিযোগ করেন, নিজ দেশ থেকে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। আদালতে তার স্ত্রীও নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মাদুরোর আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট আপাতত জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে আবেদন করবেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৭ মার্চ।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের ভেতর এক ব্যক্তি স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরোকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে।” জবাবে মাদুরো স্প্যানিশ ভাষায় বলেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দি।”
এরপর তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়। পরে আদালতের পোডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। সে সময় আদালতে উপস্থিত একজন কান্নায় ভেঙে পড়েন। বিচারক তাকে বের হয়ে যেতে নির্দেশ দেন।