শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

জয়-পলকের মানবতাবিরোধী মামলায় অভিযোগ শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানির দিন ধার্য করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল।

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও হাজির না হওয়ায় জয়কে পলাতক বিবেচনা করে গত ১৭ ডিসেম্বর তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১। অপরদিকে ট্রাইব্যুনালে উপস্থিত থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ মামলার অভিযোগ আমলে নেয় এবং একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আগামী রোববার অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে ট্রাইব্যুনাল।