শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

টিকিটবিহীন যাত্রী শনাক্ত, রেলওয়ের আয় চার লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে একদিনে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় দুই হাজার টিকিটবিহীন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়, গত ৬ জানুয়ারি পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশ নেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয় মোট ২ হাজার ৭৩৫ জন।

এর মধ্যে ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।

ওইদিন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের নিরুৎসাহিত করা হবে এবং ভ্রমণ শৃঙ্খলা আরও সুসংহত হবে।